Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে পোল্টি বর্জ্যে খালের পানি দূষিত করায় জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
মিরসরাইয়ে পোল্ট্রি ফার্মের বর্জ্য খালের পানিতে ফেলে পানি দূষিত করার অপরাধে মা’মনি পোল্ট্রি ফার্মসকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১ মার্চ ২০২৩ বুধবার বিকেলে মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

জানা গেছে, কাটাছড়া ইউনিয়নের তেমুহানী এলাকায় বারমাসি খালে বিগত ৮-১০ বছর ধরে মা-মনি পোল্ট্রি ফার্মস বর্জ্য ফেলে আসছে। এতে করে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি বর্জ্য পঁচা গন্ধে জোরারগঞ্জ-আবুরহাট সড়ক দিয়ে যাতায়াতকারীদের নাভিশ্বাস উঠে যায়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দূষিত পোল্ট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে মা মনি পোল্ট্রি ফার্মসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে এসবি সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ফার্ম কর্তৃপক্ষকে পোল্ট্রি বর্জ্য যাতে খালের পানিতে না ফেলে সে ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে দূষিত পানির লাইন বন্ধ করা ও নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য ১ মাসের সময় বেধে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ এবং আনসার বাহিনী সহায়তা করে।

Related Articles

Back to top button