Breakingচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মিরসরাইয়ে অস্বাভাবিক কন্যা শিশুর জন্ম

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অস্বভাবিক গঠনের এক কন্যা শিশুর জন্ম হয়েছে।

১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার ভোরে উপজেলার বারইয়াহাট পৌর বাজারের শেফা ইনসান এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নাছরিন আক্তার নামে এক গৃহবধূ শিশুটির জন্ম দেন।

হাসপাতালের কর্ণধার নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক জানান, শিশুটির জন্মগ্রহণের প্রক্রিয়াটি ছিলো স্বাভাবিক। তবে তার দেহের গঠন অস্বাভাবিক। শিশুটির মোট চারটি পা। তার মধ্যে দুটি পা ক্লাবফুট আর মূল দুটি পাও অস্বাভাবিক এবং মেরুদন্ড মেনিগোসিল। ওজন দুই কেজি ৮শ গ্রাম। মা পুরোপুরি সুস্থ হলেও শিশুর হালকা শ্বাস কষ্ট রয়েছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (১৬ জানুয়ারি ২০২৩) দিবাগত রাত দুইটার দিকে গৃহবধূ নাছরিন আক্তার প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার ভোর বেলায় হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ অভিজ্ঞ চিকিৎসক মারিয়া কিবতিয়ার তত্তাবধানে শিশুটির স্বাভাবিক জন্ম হয়। ওই গৃহবধূ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

শিশুটির বাবা সাইদুল ইসলাম জানান, এর আগে তাদের বিয়ের ৯ মাসের সময় একটি পুত্র সন্তান জন্ম নেয়। ওই শিশুটি প্রসবের সময় মারা যায়। এবার দুই বছরের ব্যবধানে এ শিশুটি জন্ম নেয়।

Related Articles

Back to top button