মিরসরাইয়ে ২৫ হাজার শিক্ষার্থী-কিশোরীকে দেওয়া হবে এইচভিপি টিকা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মিরসরাই , চট্টগ্রাম :
মিরসরাই উপজেলায় প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে জরায়ু মুখ ক্যান্সারের এইচভিপি টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর থেকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম ডোজের এইচভিপি টিকাদান কর্মসূচি। কিশোরী ও মাতৃমৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মিনহাজ উদ্দিন রানা বলেন, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণী থেকে নবম শেণীর প্রায় ২৩ হাজার ৯৪৬ শিক্ষার্থী সহ ২৫ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে একটি করে এইচভিপি ডোজ দেয়া হবে। পরবর্তীতে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০থেকে ১৪বছর বয়সি ১ হাজার ১০৭ জন কিশোরীকে টিকা দেয়া হবে।
তিনি বলেন, টিকার জন্য অনলাইন জন্মনিবন্ধন দিয়ে নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে গিয়ে নিজের বিদ্যালয়ের নাম খোঁজে পাওয়া না গেলে, নিকটস্থ বিদ্যালয়ের নামে অন্তর্ভুক্ত হওয়া যাবে। টিকাকার্ড প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে আসতে হবে। যে সকল কিশোরী শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রয়েছে নিবন্ধন করার জন্য ইপিআই কর্মীরা বাড়ি বাড়ি যাবে। তারা পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দিতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া রেজিষ্ট্রেণ করার পরও যদি কেউ টিকা গ্রহণ না করে থেকে থাকেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দিতে পারবেন। এইচভিপি টিকার বিষয়ে উপজেলা প্রশাসন, ধর্মীয় আলেম, শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ইতোপূর্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।