মিরসরাইয়ে সাগরের বালি উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম : মিরসরাইয়ে সমুদ্র তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালি শ্রমিককে ২ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরসরাই উপজেলার সাহের খালি ইউনিয়নের সাগর উপকূলীয় জলসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান। এ সময় মিরসরাই থানা পুলিশ ও কোস্টগার্ড নিরাপত্তা সহায়তা করে।
অভিযানে মিরসরাই উপকূলীয় বেড়িবাঁধ বা সুপার ডাইকের আধা কিলোমিটার এর মধ্যে এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন ও তা বালির বাল্কহেড দিয়ে পাচার করার দায়ে ৩টি ড্রেজার মেশিনের ৪ জন শ্রমিক প্রত্যেককে ২মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর মোহাম্মদ জামান (৪৮), লক্ষীপুর জেলার বাসু মাঝি (৫০), বরগুনা জেলার পলাশ ( ৪৫) ও লক্ষীপুর জেলার মোহাম্মদ জসিম (৪৭)।
সাজাপ্রাপ্ত আটককৃত আসামীরা জানায় তারা সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা রেহান উদ্দিন চেয়ারম্যানের পক্ষে কাজ করছেন। বাল্ক হেড ও ড্রেজার গুলো ভাড়ায় নিয়ে কাজ করছেন ।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিলো মিরসরাইয়ে ইকোনোমিক জোনের সাগর উপকূলীয় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল। বালি বহনের সময় সাগরে প্রান্তিক জেলেদের জাল কেটে ফেলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের অভিযান। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।