মিরসরাইয়ে মৎস্য সম্পদ বিনষ্টকারি জাল পুড়িয়ে ধ্বংস
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই,চট্টগ্রাম :
মিরসরাইয়ে উপকূলীয় অঞ্চলে কম্বিং অপারেশন পরিচালনা করে মৎস্য সম্পদ বিনষ্টকারি ৫টি বেহুন্দি ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১৯ জানুয়ারি ২০২৫ ,রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।উপজেলার সাহের খালী ইউনিয়নের ডোমখালি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড এর সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকরী বেহুন্দি, চরঘেরা, মশারি ও অন্যান্য অবৈধ জাল নির্মূল করণ লক্ষে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ টি বেহুন্দি জাল (দৈর্ঘ্য প্রায় ৯০ মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। মৎস্য ও জীববৈচিত্র রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।