Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ মাছ জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মিরসরাই,চট্টগ্রাম:
জেলার মিরসরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে ভ্রম্যমাণ আদালতে দুই মাছ বিক্রেতাকে জরিমানা ও তাঁদের কাছে থাকা ৬০ কেজি ইলিশ জব্দ করেছে।

 

১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার উপজেলার মিঠাছাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত উপজেলার করেরহাট বাজার, বড়তাকিয়া বাজার, মিঠাছরা বাজার ও আবু তোরাব বাজারে ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে মিঠাছরা বাজার হতে ৬০ কেজি ইলিশসহ ২ জন ইলিশ মাছ বিক্রেতাকে আটক করা হয়।আটককৃত বিক্রেতাগণ হলেন মানিক দাস (৫৩) ও নন্দলাল দাস (৫২)। তারা দুজনই সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার বাসিন্দা।

 

এ সময় ভ্রাম্যমান আদালতে উভয় ব্যক্তিকে ১ হাজার টাকা হারে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, উপজেলার মিঠাছাড়া বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে ২ মাছ বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এর ৫ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় বাজারের বিভিন্ন পণ্যের বিক্রেতাদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

 

অভিযানকালে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের উপস্থিত ছিলেন।পরবর্তীতে জব্দকৃত ৬০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে এ বছর ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button