“মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন “এর উপর স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যান সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ে “গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন মডিউল-১(Mother and Chaild Benefit Programme) এর উপর এস,বি,সি,সি (টিওটি) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ।
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার পানছড়ি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে দিনব্যাপি Mother and Chaild Benefit Programme এর উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ ।
অনুষ্ঠানে মা ও শিশু সহায়তায় স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যান সহকারীদের করনীয় বিষয় নিয়ে বিশ্লেষন করা হয়।।গর্ভকালীন মায়ের যত্ন, পুষ্টি ও খাবারের পরিমাণ, প্রসূতি এবং দুগ্ধদানকারী মায়ের পুষ্টি, শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন এবং প্রসূতি দুগ্ধদানকারী মায়ের পুষ্টি সম্পর্কে পরিবারের লোকজনকে কিভাবে ধারণা প্রদান করবেন সেসব বিষয়ে ধারণা প্রদান করা হয়।
খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপ পরিচালক সুস্মিতা খীসা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান বিস্তারিত তথ্যের আলোকে দিন ব্যাপি প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষনে উপজেলার ৪০ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যান সহকারী অংশ গ্রহন করেন।