Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সেই ডেংগুর আক্রমন

মোঃ মোকতাদের হোসেন, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
করোনা মহামারীর মতো ডেঙ্গু প্রকোপেও সীমিত সুযোগ সুবিধার মধ্যেও হাসপাতালের চিকিৎসকগণ নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।

এরি মাঝে গত ২১ আগস্ট ,সোমবার থেকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাক্তার এস. এম রেজাউল করিম (রেজা) ডেঙ্গু জ্বরের বিভিন্ন লক্ষণ নিয়ে মঙ্গল বার ডেংগু পরিক্ষা করলে পজেটিভ পাওয়া যায়। কয়েকদিন অসুস্থতার মধ্য দিয়েও চিকিৎসা সেবা দিয়েছেন এই মেডিক্যাল অফিসার।

 

২৫ আগষ্ট ২০২৩ শুক্রবার চিকিৎসকের স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

ডেংগু আক্রান্ত বিষয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফয়সাল কবির চিকিৎসকের ডেঙ্গু আক্রান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন , বর্তমানে জ্বর , ম্যালেরিয়া ,ডেঙ্গু ভয়াবহ। সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে। ঘুমানোর আগে অবশ্যই মশারী টানিয়ে নিতে হবে। ডেংগু থেকে বাঁচতে বাড়ির আংগীনা পরিস্কার পরিচ্ছন্নের পাশাপাশি জমে থাকা পানি নিষ্কাসন করতে হবে ।

Related Articles

Back to top button