Uncategorized

মানিকছড়িতে ৪ চোর সহ চোরাই সিএনজি উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি ,খাগড়াছড়ি :
জেলার মানিকছড়ি উপজেলা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে চোরাই সিএনজি ও চোরাই কাজে ব্যবহৃত আরেকটি সিএনজি অটোরিকশা ও চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানায় , গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মহামুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে জনৈক মো.নুরুল আলমের একটি সিএনজি অটোরিকশা চুরি করে চট্টগ্রামমূখী রওয়ানা হয় চোর চক্রের সদস্যরা। এমন খবরে মানিকছড়ি থানার চৌকস পুলিশ সদস্যরা বিষয়টি নয় বাজার ফরেনার্স ( ফটিকছড়ি-মানিকছড়ি সীমান্ত) চেক পোস্টকে অবহিত করে বিশেষ অভিযান টিমে নিয়োজিত এসআই আশিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স দ্রুত চোর চক্রের পিছু নেয়।

 

রাত সোয়া ১২ টায় ফরেনার্স চেক পোস্টের সামনে চোরাই হওয়া সিএনজি অটোরিকশা ও চোর চক্রের ব্যবহৃত আরেকটি সিএনজি অটোরিকশা সহ ৪ চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

আটক চোর চক্রের ৪ জনই ফেনী জেলার বাসিন্দা। আব্দুল্লাহ আল শামীম (২৪),নারায়নপুর (রহমত আলী মাঝি বাড়ি), লেমুয়া ইউনিয়নের নুরুল হুদার ছেলে। মো. মোজাম্মেল হক (২৩), খাইয়ারা (খুরশিদ মিস্ত্রির বাড়ি), ফরহাদনগরের নুরে জামাল উদ্দিন দুলালের ছেলে। সালমান হোসেন রেজভী (১৯), ছাগলনাইয়া উপজেলার মোপাল ইউনিয়নের নিজ কুনজরা পশ্চিমপাড়ার মো.রেদোয়ানের ছেলে ও আব্দুল হান্নান @ রাসেল (২৪) দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুরার আব্দুল রাজ্জাকের ছেলে।

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম জানান ,আটক চোর চক্রের বিরুদ্ধে মামলা দায়ের শেষে ১৮ অক্টোবর ২০২৩ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button