মানিকছড়িতে হতদরিদ্র পরিবারে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হতদরিদ্র পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৩০ মার্চ ২০২৪, শনিবার সকালে ইংলিশ স্কুল মাঠে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি উপস্থিত থেকে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম সহ স্থানীয় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গুচ্ছগ্রাম সহ আশপাশ এলাকার প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা নারী ও অসুস্থ ব্যক্তিরা ঈদ উপহার হিসেবে শুকনো খাবার পেয়ে আবেগাপ্লুত হন।
এ সময় জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি বলেন, পাহাড়ে সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি হতদরিদ্র, ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা ও খাদ্য সহায়তা এবং গৃহহীনদের আর্থিক সহায়তাসহ জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ চলছে। এরই অংশ হিসেবে আজ এসব দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।