মানিকছড়িতে সেনা অভিযানে কাঠসহ ট্রাক আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি : মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ সহ একটি ট্রাক আটক বাংলাদেশ সেনা বাহিনী।
১৯ সেপ্টেম্বর/ ২২ সোমবার বিকালে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা সদরের স.ও.জ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র-ট ২৪-০২২৯) আটক করে।
সেনাসুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০ ঘনফুট কাঠ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত কাঠ ও ট্রাক উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা উহ্লামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে উপজেলার ধর্ম ঘর এলাকা থেকে অবৈধ কাঠ সহ একটি ট্রাক আটকের পর তা আমাদের নিকট হস্তান্তর করেচেন। তবে গাছের পরিমান ও বাজার মূল্য নির্ধারন করা যায়নি। আগামীকাল সকালে গাছের পরিমান ও বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।