মানিকছড়িতে সেনাঅভিযানে অবৈধ কাঠ আটক
মোঃ মোকতাদের হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) : মানিকছড়ি উপজেলা সদরের ময়ুরখীর এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ আটক করা হয়।
রবিবার (৫ জুন ২০২২ ) বিকালে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুক ছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ কাঠ আটক করে। আটককৃত কাঠের মধ্যে সেগুন, মেহগনি, গামারি, আকাশ মনি, চাপালিশ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার ময়ুরখীল এলাকায় সুমন বড়ুয়া অবৈধ কাঠ মজুদ করার খবরে সেখানে মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মাশনুর ইসলামের নেতৃত্বে ময়ুরখীল এলাকায় থেকে উল্লেখিত কাঠ গুলি জব্দ করেন। পরবর্তীতে অবৈধ কাঠ গুলু মানিকছড়ি বন কর্মকর্তা উলামং চৌধুরী’র নিকট হস্তান্তর করা হয়। বন কর্মকর্তা উলামং চৌধুরী জানান আটক কৃত কাঠের পরিমান চারশত সেফটি যার আনুমানিক বাজার মুল্য ৫ পাঁচ লক্ষ টাকা।