Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি ,খাগড়াছড়ি :
জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সকালে রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সিন্দুকছড়ি জোনের পক্ষে শিক্ষা সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করেন বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মাশনুর ইসলাম।

 

সহায়তা প্রদানকালে রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সহকারি শিক্ষক শ্যামা চরণ রুদ্র, মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম রসুল সহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষকের হাতে অনুদানের অর্থ হিসেবে নগদ ১৫ হাজার টাকা ও উক্ত প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এছাড়াও রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও পেয়ারা বেগম নামের একজনকে স্কুলে ভর্তি ও বই কেনার জন্য নগদ ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কলেজ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের চিকিৎসা বাবদ ৩ হাজার টাকা, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হাসিনা আক্তারকে একটি সেলাই মেশিন ও মো. আনোয়ার হোসেনকে ঢেউটিন প্রদান করা হয়।

Related Articles

Back to top button