Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
মানিকছড়িতে পাহাড় কাটার দায়ে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মো. কবির হোসেন (৪১)কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযুক্ত মো. কবির হোসেন এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।
সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন জানান, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার।