Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

মানিকছড়িতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
জেলার মানিকছড়িতে সিন্দুক ছড়ি সেনা জোনের আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

 

২০ ডিসেম্বর ২০২২ সকালে মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিন্দুক ছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা গুইমারা ও মানিকছড়ি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ মেধাবী শিক্ষার্থীর হাতে সন্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন।

 

এ সময় সিন্দুকছড়ি জোনের সেনা কর্মকর্তা গন ছাড়াও ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, প্রশিক্ষক অজিত কুমার নাথ, এম.কে. আজাদ, সুদিপ কুমার নাথ, মো. বশির আহম্মদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান , সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ,জিপিএ-৫ প্রাপ্ত রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় ৮ জন, তিন টহরী উচ্চ বিদ্যালয় ১ জন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় ৩ জন, বড় ডলু উচ্চ বিদ্যালয় ১ জন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ৩ জন, মানিক ছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন, ডাইন ছড়ি উচ্চ বিদ্যালয় ১জন, দক্ষিণ চেঙ্গু ছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ১ জন, গুইমারা উপজেলার শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় ১ জন ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় ৩ জন সহ মোট ২৩ জন কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুক ছড়ি জোনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Back to top button