মানিকছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব হলেন দিনমজুর কালাম
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় ঘরের বন্ধুচুলার আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষক্তি প্রায় সাড়ে চার লাখ টাকা। ফলে দিনমজুর মো. আবুল কালাম এখন নিঃস্ব। খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক শুকনো খাবার,চাল,ডাল,তেল,পেয়াজ ও কম্বল বিতরণ করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকার মো. আবুল কালাম ও ৩ পুত্র একই ঘরে যৌথ বসবাস ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১১,৪০টার দিকে ঘরে বন্ধুচুলায় রান্না করার সময় আগুনের লেলিহান শিখা প্রথমে রান্নাঘর থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলেও মূহূর্ত্বে সব ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সাব কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌকস দল নিয়ে সরজমিনে ছুঁটে এসে আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণ করেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক এর মাধ্যমে নগদ ২২৫০০ টাকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ-উজ- জামান আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার কম্বল বিতরণ করেন । এছাড়াও সিন্দুকছড়ি জোনের তত্বাবধানে মানিকছড়ি সেনাক্যাম্প নগদ দশ হাজার টাকা ও চাল,ডাল,তেল,চিনি,বিস্কুট প্রদান করেন।