মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হালদা নদীর উজান গোরখানা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
৮অক্টোবর ২০২৩ রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিন উপজেলার গোরখানা এলাকায় মোবাইল কোর্টে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধে শাস্তির আওতায় অবৈধ বালু ব্যবসায়ী মো. আকতার হোসেন(২৪) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আদায় করেন। সে বড়বিল এলাকার মো. রমিজ মিয়ার পুত্র।
অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে মানিকছড়ি থানা পুলিশ সহযোগীতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিন জানান, এলাকায় অবৈধ পাহাড় কাটা ও ইজারা বর্হিভূত বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।