Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি :
জেলার মানিকছড়িতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

 

৪ ফেব্রুয়ারি ২০২৫ , মঙ্গলবার  দুপুরে পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলার স্থানীয় সরকারের জেলা উপ পরিচালক নাজমুন আরা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামান, সংবাদকর্মী মোঃ মোকতাদের হোসেন, মোঃ রবিউল হোসেন ও ইসমাইল হোসেন প্রমূখ।

 

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে উন্মুক্ত বক্তব্য রাখেন জনপ্রতিনিধি গন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদকর্মী ও বিভিন্ন দপ্তর প্রধানগন। পরে উপজেলার শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।

Related Articles

Back to top button