মানিকছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি,খাগড়াছড়ি :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি কর্তৃক মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার দুপুরে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মোঃ আনিছুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে গিরিকলি সুইটসকে পনেরো হাজার টাকা, বিক্রয় অযোগ্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দত্ত মেডিকেল হলকে পনেরো হাজার টাকা এবং মেসার্স মিতা ফার্মেসিকে তিন হাজার টাকা সহ মোট ০৩ টি দোকানে সর্বমোট তেত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে মানিকছড়ি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।