মানিকছড়িতে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের আওতায় মানিকছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয় করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট ২০২৫ , বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক কমলা মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেবপ্রসাদ দত্ত, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য আবদুল মান্নান প্রমুখ।
ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এবং প্রকল্পের কার্যক্রমের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন প্রকল্পের খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, “দুর্যোগ মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকাসক্তি ঠেকাতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ চাইলে সবক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও বলেন, “আস্থা প্রকল্পটি চলমান থাকলে মানিকছড়ি উপজেলাকে একটি অসাম্প্রদায়িক, অহিংস ও সংবেদনশীল উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।”
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে গ্রাম ও কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠা, যুব সংগঠন গঠন উদ্যোগ, কলেজ ও ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক অধিপরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, পলিথিন বর্জন প্রচারাভিযানসহ নানা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার তুহিন চাকমা, ফিল্ড অ্যাসোসিয়েট কাপিরি চাকমা ও সোনিয়া দাশ।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যের একটি করে আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যার সদস্যরা নিয়মিত তৃণমূল পর্যায়ে সামাজিক পরিবর্তন ও সচেতনতামূলক কাজ করে আসছে।