মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত আমান উল্লাহ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ্। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মধ্য নগর এলাকার প্রয়াত নূর আলমের পুত্রকে শিক্ষাজীবন অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, মধ্য নগর সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী পারিবারিক আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে চরম অনিশ্চয়তায় পড়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর আমান উল্লাহ্ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় শিক্ষা সংক্রান্ত সহায়তা প্রদান করেন।
এ সময় আমান উল্লাহ্ বলেন, “শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। আর্থিক কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া খুবই বেদনাদায়ক। অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
স্থানীয়রা এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের সহায়তা শুধু একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন রক্ষা করে না, বরং সমাজে মানবিকতা ও সহমর্মিতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।




