মাটিরাঙ্গার তাইন্দংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পাজেপ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে দুই শতাধিক অসহায় নারী, মাদ্রাসার শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া, পোড়াবাড়ী পাড়া, মনুদাশ পাড়া, তানৈক্য পাড়া, মারমা পাড়া, বাজার টিলা, বাগমারা পাড়া, দক্ষিণ আচালং পাড়া, বগাপাড়া, আচালং মহিলা মাদ্রাসা ও মুসলিমপাড়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিদের হাতে এসব শীতের কম্বল তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজার সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
কম্বল বিতরণ শেষে পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা পাশ্ববর্তী তবলছড়ি ও তাইন্দং বাজার পরিদর্শন করেন। এ সময় বাজার ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও বাজার ফান্ডের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়। পাশাপাশি বাজারের সঠিক রক্ষণাবেক্ষণ, তদারকি এবং ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় বাজার চৌধুরীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদের কর্মকর্তারা।
স্থানীয়রা পার্বত্য জেলা পরিষদের এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম স্থানীয় জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




