Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাশীর্ষ সংবাদসারাদেশ

মহেশখালীতে সড়কে প্রান গেলো শিশু শিক্ষার্থীর

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,মহেশখালী ,কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রধান সড়ক হোয়ানক ইউনিয়নের বড়ছড়া নামক স্থানে টমটমের চাপায় পড়ে আল মুবিন সাত্তার সিহাম (৭) নামের এক শিশু শিক্ষার্থী সড়কেই নিহত হয়েছেন ।

একই ঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে । নিহত শিশু উপজেলার হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।

স্থানীয়রা জানায় ,২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় একটি টমটম দ্রুতগতিতে আসার সময় অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে টমটমটি সড়কে উল্টে যায়। এসময় সড়কের এক পাশ দিয়ে শিশু শিক্ষার্থী সিহাম (৭) পায়ে হেঁটে যাচ্ছিলেন । হঠাৎ একটি টমটম চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। অপর আহত দুই ব্যাক্তিরা দুর্ঘটনা কবলিত টমটমের যাত্রী ছিলেন। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক টমটমটি আগুন ধরিয়ে দেয় এবং চালককে ধাওয়া করে পুলিশে দেয়।

অন্যান্য আহত শিশু শিক্ষার্থীরা স্থানীয় অনুসন্ধান আদর্শ কিন্ডার গার্টেন চতুর্থ শ্রেণীর ছাত্র প্রাঙ্গণ সুশীল (১১) এবং অপর আহত ব্যাক্তি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ।

আহত গ্রামীণ কর্মকর্তাকে চকরিয়া একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং সুশীল নামের আহত ছাত্রকে মহেশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক মীর বলেন , হোয়ানক এলাকায় টমটম দুর্ঘটনায় এক শিশু মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে, টমটম চালক পুলিশ হেফাজত রয়েছে।

Related Articles

Back to top button