মহালছড়ি উপজেলা প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

স্টাফ রিপোটার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে প্রসবজনিত ফিস্টুলামুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। “ফিস্টুলা আক্রান্ত নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভাটির আয়োজন করে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন অফিস। এতে সহযোগিতা করে CIPRB, অর্থায়ন সহায়তা প্রদান করে GAC এবং কারিগরি সহযোগিতায় ছিল UNFPA।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবেরের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের ডিডিএফপি ফারুক আবদুল্লাহ। ফিস্টুলা রোগের কারণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে বক্তব্য দেন সিনিয়র গাইনি কনসালটেন্ট ডা. জয়া চাকমা।
সভায় বক্তারা বলেন, মাঠপর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফলেই মহালছড়ি উপজেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা সম্ভব হয়েছে। আলোচনা শেষে ইউএইচএফপিও ও ইউএফপিও দের সম্মাননা প্রদান করা হয় এবং তিনজন ফিস্টুলা রোগীর মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
সভা থেকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।




