Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মহালছড়িতে অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মহালছড়িতে এক অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

৯ জুলাই ২০২৫,বুধবার বিকাল ৩ টার দিকে মহালছড়ি সদর ইউনিয়নের ভোয়াত্যা পাড়া গ্রামের পাশে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা  পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, লাশটির বয়স ১৫/১৬ বছর হবে এবং ৯/১০ দিন আগে মৃত্যু হতে পারে।

 

মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকাল ৩ টার দিকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হবে। লাশের পরিচয় পাওয়া গেলে তারপর পরিবারেরর কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button