Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মহান বিজয় দিবসে গুইমারায় জামায়াতে ইসলামি-র আলোচনা সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা,খাগড়াছড়ি :
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।

 

১৬ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম।

 

মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিজয় দিবস উজ্জাপনের মতো অনুষ্ঠান থেকে জামায়াত নেতৃবৃন্দদের গ্রেফতার অভিযান চালাতো। স্বাধীন দেশে ভারতীয় প্রভুত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত সর্বদা সক্রিয় থাকবে বলে জানান বক্তারা।

এসময় মহান স্বাধীনতা দিবসের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ক্রিড়া সম্পাদক আমিনুল ইসলাম, টিম সদস্য আবুল হোসেন বাবু, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মইন উদ্দিন প্রমুখ।

Related Articles

Back to top button