Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ভোটাধিকার সচেতনতা বৃদ্ধিতে পানছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ জানুয়ারি বুধবার পানছড়ি উপজেলার ১নং লৌগাং ইউনিয়নের ফাতেমা নগর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম, পানছড়ি উপজেলার উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সিভিক মেম্বার দুর্বাদল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং লৌগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেংহ্লাফ্রু মারমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের রাজনৈতিক সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন কোনো ধরনের ভয়ভীতি বা দ্বিধা ছাড়াই সচেতনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন—সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া সৃষ্টি করে।

 

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Related Articles

Back to top button