Breakingসারাদেশ

ভারতে পাচারের সময় ছাগলনাইয়ার সীমান্তে ইলিশ জব্দ

আটক ১

ছাগলনাইয়া, ফেনী প্রতিনিধি:
ছাগলনাইয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতে পাচার করার সময় সাড়ে ২২ হাজার টাকার ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

 

এ সময় মো. হৃদয় (১৮) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।আটক হৃদয় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বলিপাড়া গ্রামের মো: খোরশেদ আলমের পুত্র।

 

বৃহস্পতিবার ২১ আগষ্ট ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

 

 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button