খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বৈসাবি উপলক্ষে গুইমারা এলাকাবাসীর বর্ণাঢ্য শোভাযাত্রা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা, খাগড়াছড়ি  :
বাংলা নববর্ষ বরণে পাহাড়ে লেখেছে উৎসবের আমেজ। বিভিন্ন সম্প্রদায় তাদের নিজস্ব আচার অনুষ্ঠান ও বাহারী পোষাকে সেজে করছে একাধিক অনুষ্ঠান।

 

তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) গুইমারা শাখার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা এলাকাবাসী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। আমতলী পাড়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়েছে গুইমারা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় আমতলী পাড়া হয়ে শোভাযাত্রাটি সমাপ্তি হয়।

 

রঙ বেরংগের পাহাড়ী সাজে বৈসারী বিজু সাংগ্রাই শ্লোগানে গুইমারা উপজেলা সদর মূখরিত করে তূলে শোভাযাত্রা অংশগ্রহণকরীরা। তাদের শোভাযাত্রা ব্যানারে লেখাছিল উৎসবের জন্য চাই পরিবেশ বিকাশের জন্য চাই স্বাধীকার।

Related Articles

Back to top button