খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বৈদ্য অংচিংনু মারমার নাম মাত্র মূল্যে কবিরাজি চিকিৎসা-সেবা প্রদান

স্টাফ রিপোর্টার,, খাগড়াছড়ি :
পাহাড়ী কবিরাজ বৈদ্য অংচিংনু মারমা নাম মাত্র মূল্যে পাহাড়ের বিভিন্ন রোগীদের হাজিরা ও গণনা করে থাকেন। খাগড়াছড়ি সদরস্থ পশ্চিম নারান খাইয়া এলাকায় নিজস্ব চেম্বারে রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করে আসছেন।

 

সরেজমিনে গিয়ে জানা যায় যে,খাগড়াছড়ি সদরস্থ মহাজন পাড়ার রুপান্ত চাকমা ও জোনাকী চাকমা’র মেয়ে জিকজিক চাকমা বেশ অনেকদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরে পাহাড়ী কবিরাজ বৈদ্য অংচিংনু মারমা’র নিকট কবিরাজি চিকিৎসা নিয়ে বর্তমানে সম্পূর্ণ হয়েছেন। এছাড়াও তাঁর চিকিৎসা সেবায় বহু রোগী সুস্থ্য হয়েছেন। এজন্য উপকারভোগী পরিবার ও জনবল বৌদ্ধ বিহার বিহারের অধ্যক্ষ জিনিতা ভান্তে কর্তৃক অংচিংনু বৈদ্যকে ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট তুলে দিতে দেখা যায় ।

 

জিকজিক চাকমা -র মা জোনাকী চাকমা জানান,আমার মেয়ে দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করিয়েছিলাম কোন সুফল পাইনি। পরে কোন উপায় না পেয়ে পাহাড়ী কবিরাজ বৈদ্য অংচিংনু মারমা’র নিকট কবিরাজি চিকিৎসা নিয়ে বর্তমানে সম্পূর্ণ হয়েছেন। তিনি রোগীর হাজিরার জন্য নাম মাত্র মূল্য ১২০টাকা দিয়েই চিকিৎসা দিয়েছেন। এজন্য আমার পরিবার তার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, কবিরাজীর চেম্বারে রোগীদের উপচে পড়া ভিড়। কৌতুহল বসত জিজ্ঞাসা করার পরে একজন রুমি নামে একজন রোগীর অভিভাবক জানান, আমার মেয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত। এখানে কয়েকদিন যাবৎ কবিরাজী চিকিৎসা চলছে। আসার মেয়ে বর্তমানে সুস্থতার দিকে আছে।

 

 

 

স্থানীয়রা জানান,,আমরা কবিরাজ অংচিংনু এর কার্যক্রম স্বচক্ষে দেখেছি,বাস্তবে দেখতে পাচ্ছি যে,উনার নিকট অনেক রোগী চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছে। এখানে বিভিন্ন ধরনের জটিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। যারা চিকিৎসা নিয়েছেন,তারা সবাই সুস্থ্য হয়েছেন।

উপকার পেয়েছেন এমন কয়েকজন রোগীর অভিভাবক বলেন, পেটের ব্যথায় আগে আমার স্বাভাবিক জীবন যাপন প্রায় বেঁকে বসেছিলো। এখানে কবিরাজের চিকিৎসা নিয়ে বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। তিনি একজন খুবই দানশীল, মানবিক ও ধার্মিক।

 

কবিরাজী চিকিৎসায় সুস্থ হওয়া সঞ্জীবন চাকমা নামে একজন বলেন,আমি কয়েকবছর যাবৎ জটিল রোগে ভুগছিলাম। এখানে কবিরাজী চিকিৎসা নিয়ে বর্তমানে আমি পুরোপুরি সুস্থ্য আছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত,পাহাড়ী বৈদ্য শাস্ত্রীয় বহুমুখী কল্যাণ সমিতি (ইসমোওয়া)। নিবন্ধন নংঃ রাঙ্গামাটি -২৩৩/০৪। কবিরাজ ও বৈদ্য অংচিংনু মার্মা। কবিরাজ ও বৈদ্য অংচিংনু মার্মা এখন চিকিৎসা দিচ্ছে। চিকিৎসার স্থান: পশ্চিম নারানখাইয়া, ১নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, খাগড়াছড়ি সদর।

এ ব্যাপারে জানতে চাইলে পাহাড়ী কবিরাজ ও বৈদ্য অংচিংনু মারমা বলেন,আমি নাম মাত্র ১২০ টাকার মূল্যে রোগী দের হাজিরা নিয়ে থাকি। আমি কোনদিন অর্থের চিন্তা করি না। মানবসেবা ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সেবা দিয়ে থাকি। আমি মনে করি মানব সেবায় পরম ধর্ম। পাহাড়ী-বাঙ্গালী আমার চেম্বারে চিকিৎসা নিতে আসেন। আমি সাধ্যমতো তাদেরকে কবিরাজী চিকিৎসা সেবা দিয়ে থাকি।

Related Articles

Back to top button