পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

বিলাইছড়ির ধর্মীয়গুরু পঞ্চানন্দ থেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদন এবং সাধু সাধু সাধু ধ্বনির মধ্য দিয়ে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার অতি দূর্গম গোয়াইনছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রয়াত ভদন্ত পঞ্চানন্দ থেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শনিবার (২৩ মার্চ) দুপুরে প্রার্থনার মাধ্যমে সইং নৃত্যের (শবদাহ নৃত্য) মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পরে মহাসংঘদান, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা আলোচনা সভা ও শেষে ডুমাবাজির মধ্য দিয়ে প্রয়াত ভান্তের দেহ সৎকার করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত দায়ক দায়িকা অংশ নেন। এ ছাড়া তিন পার্বত্য এলাকার বিভিন্ন বৌদ্ধ মন্দিরের পুজনীয় বৌদ্ধ ভিক্ষুরা এতে অংশ নেন।

এসময় বিহার প্রাঙ্গণে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় বারুদগোলা ডুংসিং প্রক্ষেপণের মাধ্যমে মরদেহ দাহ করেন শত শত ভক্ত ও দায়ক-দায়িকারা।

 

এ সময় সংরক্ষিত মহিলা সংসদীয় এমপি জ্বরতী তনচংগ্যা, রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তনচংগ্যা, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তনচংগ্যা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই বিলাইছড়ি উপজেলার ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত পঞ্চানন্দ থেরো ৮৫বছর বয়সে পরলোক গমন করেন। সনাতনী প্রক্রিয়ায় এতদিন বৌদ্ধ ভিক্ষুর দেহ বৌদ্ধ মন্দিরে কাচের কফিনে সংরক্ষণ করে রাখা হয়েছিল।

Related Articles

Back to top button