পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ালেন বৌদ্ধ ভিক্ষু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বিলাইছড়ি ,রাঙ্গামাটি :
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে মানবিক সাহায্য নিয়ে পাশে দাড়াঁলো শিশু সদন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেবতিষ্য নামে এক বৌদ্ধ ভিক্ষু।

 

২৮ মার্চ ২০২৪ ,বৃহস্পতিবার বিকালে তিনি মানবিক সাহায্য সামগ্রী প্রদান করেন। প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে প্লেট, জগ, গ্লাস, ছুরি, মগ, ছোট- বড় বিভিন্ন প্রকার পাতিলা, বদনা, গামলা, পাটি,বালতি এবং বিছানার চাঁদর। তিনি জানান, পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা পক্ষ থেকে এইসব প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে।

 

এ সময় শিশু সদন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অংচাখ‌্য‌ই মার্মা (কার্বারী),করুণা তিষ্য ভিক্ষু এবং পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

জানা যায় ২৭ মার্চ সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতের পাশে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে, এতে ছয়টি বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

Related Articles

Back to top button