চট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

বিমান বন্দরে আটক মিরসরাইয়ের আওয়ামীলীগ নেতা

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে বিমান বন্দর থানা পুলিশ।

 

২৩ মে ২০২৫ ,শুক্রবার ভোর ৫ টায় আমেরিকা থেকে স্ত্রী সহ ফেরার পথে মিরসরাই থানার করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

 

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, প্রায় ১বছর আমেরিকায় থাকার পর ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর হয়ে শুক্রবার ভোরে তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

 

মিরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া আক্তার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে বিমান বন্দরে গ্রেফতারের বিষয়ে কোন তথ্য আমি পাইনি। খবর নিয়ে দেখছি।

Related Articles

Back to top button