বিনা কারনে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে : মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহবিভিন্ন জনদাবীতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২৫ , মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির শহরের প্রাণ কেন্দ্র শাপলা চত্বর মুক্ত মঞ্চে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া’র সভাপতিত্বে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের সময়ে দেশ নেত্রী খালেদা জিয়া শুধু আপোষ না করার কারনে অন্যায় ভাবে দশ বছর কারা বরণ করতে হয়েছে। বিনা দোষে, বিনা কারনে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে, শুধু তাই নয় সারাদেশে বহু নেতাকর্মীকে হামলা, মামলা জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে, তবুও বিএনপি মাথা নত করেনি।এ সময় তিনি দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ, আইনশৃখংলা পরিস্থিতি উন্নতি সহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানান।
এ সময় জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপি’র উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী সহ জেলা উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবা উপস্থিত ছিলেন।