Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

বিজিবি মহাপরিচালকের রামগড় সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ব, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেছেন।

 

 

১৫ এপ্রিল ২০২৩ শনিবার দুপুরে আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ ছাড়াও পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উপর প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয় সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা এবং অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। সব সময় আমাদের পাশে থাকে। বিজিবি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক সাথে কাজ করছে দ্রুত রামগড় ইমিগ্রেশনটি চালু হবে। ফেনী নদী থেকে ভারতের একতরফা পানি উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, এটি যৌথ নদী কমিশনের বিষয় আলোচনা চলছে। ইতিমধ্যে নদীর ভাঙ্গন রোধে বিএসএফ থেকে অনুমোদন পাওয়া গেছে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে কাজ করছে।

 

এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নে ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি’র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র অধিনায়কসহ স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button