Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বিজিবির দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সুমন চাকমার মুক্তির দাবিতে পানছড়িতে গণঅধিকার রক্ষা কমিটির গণ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
গত ২৪ সেপ্টেম্বর লোগাং বিজিবি চেকপোষ্টে আটককৃতদের পানছড়ি আনার পথে বিজিবি ও স্থানীয়দের হামলা ও পরবর্তী সময়ে বিজিবি কর্তৃক থানায় মামলার দায়ের করে। বিজিবির দায়ের কৃত মামলা প্রত্যাহার ও সুমন চাকমার মুক্তির দাবিতে গণ অধিকার রক্ষা কমিটির ব্যানারে পুজগাং -এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় পানছড়ি সদর ইউনিয়নের পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ টি অনুষ্ঠিত হয় ।

 

রমেল মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে গণ অধিকার রক্ষা কমিটির আহবায়ক কালা চাঁদ চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সাবেক ইউপি চেয়ারম্যান ও গণঅধিকার রক্ষা কমিটি যুগ্ম আহবায়ক কিরন ত্রিপুরা , কার্বারী এসোসিয়েশনের উপজেলা সভাপতি হেম রঞ্জন চাকমা, গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব সুজাতা চাকমা, ত্রিপুরা কল্যান সমিতির সাবেক সভাপতি মনিন্দ্র ত্রিপুরা, নারী আত্মরক্ষা কমিটির নেত্রী সুমিত্রা ত্রিপুরা প্রমুখ। সমাবেশে বিভিন্ন এলাকা নারী-পুরুষ সহ ইউপি সদস্য ,কার্বারীগন ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অন্যায় ভাবে বিজিবির নির্যাতন- জুলুম- হয়রানী বন্ধ করার দাবী জানিয়ে সমাবেশে বক্তারা আটককৃত সুমন চাকমাকে নিঃশর্ত মুক্তি ও বিজিবির দায়ের কৃত মিথ্যা মামলা তুলে নেওয়ার আহবান জানানপনের দিনের মধ্যে দাবী বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

 

উল্ল্যেখ্য , গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ১০ টায় জেলার পানছড়ির সিমান্ত সংলগ্ন লোগাং বিজিবি ক্যাম্পের চেক পোষ্টে মোটর সাইকেলে দুই আরোহিকে সন্দেহ জনক ভাবে থামানো হলে বস্তার ভিতর টাকার বান্ডিল সদৃশ্য দ্রব্যের অবস্থান আঁচ করতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্প কমান্ডার আটক করেন। আটককৃতরা উল্লিখিত টাকার উৎস ও মালিকানা সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় স্থানীয় তিনজন ইউপি সদস্যের উপস্থিতিতে সমূদয় টাকার প্রতিটি নোটের নম্বর উল্লেখ পূর্বক একটি জব্দ তালিকা প্রস্তুত করে । পানছড়ি থানায় আনার পথে পুজগাং বাজারে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে আটককৃতদের সহ টাকার ব্যাগ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় নয়জন বিজিবি সদস্য আহত হয় । বিজিবি ঘটনাস্থল থেকে সুমন চাকমাকে আটক করে ১৩ জনের নাম প্রকাশ করে আরো ৫-৬ শত জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে। তারই প্রতিবাদে গণ অধিকার রক্ষা কমিটির ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button