Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের পৃথক দু’টি অভিযানে ৯টি ভারতীয় গরু চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশের সময় ধাওয়া করে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবির টহল দল।

 

১১ আগষ্ট ২০২৩ ,শুক্রবার দুপুরে রামগড় ব্যাটালিয়ন আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওসমান গনি এর নেতৃত্বে টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকার হতে মালিক বিহীন ৪টি ভারতীয় গরু জব্দ করে।

 

অপরদিকে, বিকেলে একই এলাকায় পানুয়াছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ তৈয়বুর রহমান এর নেতৃত্বে টহলদল মালিক বিহীন আরো ৫টি ভারতীয় গরু জব্দ করে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় গরু সংশ্লিষ্ট থানায় ডায়রীভূক্ত করে সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার প্রক্রিয়াধীন রয়েছে।

 

৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে চোরাচালান-মাদক সহ যাবতীয় অপরাধ কর্মকান্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে।

Related Articles

Back to top button