Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

বিএনপি-জামাত দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে ; কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  বলেছেন, দেশের মানুষ সরকার প্রধান শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে মানুষের জান-মাল ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি-জামাত দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশিদের হস্থক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের সাড়ে সাতকোটি মানুষের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী একাত্তরের পরাজিতশক্তি পাকিস্তানের এ দেশিয় দোসররা। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

 

তিনি শনিবার ১৬ সেপ্টেম্বর বিকেলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলা আওয়া লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

 

মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায়, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ জনসমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মংক্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার ও এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক শাহিনা আকতার, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সভাপতি নিলোৎপল খীসা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, খাগড়াছড়ি পৌর আ.লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ বক্তব্য রাখেন।

 

এর আগে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মহালছড়ি-লংগদু সড়কের চেঙ্গী নদীর ওপর ৯ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে ৯৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ, ৩ কোটি ১৩ লক্ষ টাকা মাইসছড়ি চোংড়াছড়ি মগপা ড়ায় সড়ক উন্নয়ন, ৯ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে ক্যায়াংঘাটে সড়ক উন্নয়ন এবং মহালছড়ি সরকারি কলেজ’র চারতলা আইসিটি ভবন সহ ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

 

 

এ সময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দর কুমার দে, পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, শুভ মঙ্গল চাকমা, মো. মাঈন উদ্দিন, ক্যজরী মারমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য শামীম চৌধুরী, এডভোকেট নুরুল্লাহ হিরো, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা সহ জেলা ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button