Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানরাজনীতিসারাদেশ

বিএনপির গণসংযোগে থানচি সফরে আসছেন সাচিংপ্রু জেরী

নিজস্ব প্রতিনিধি,থানচি,বান্দরবান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিএনপি গণসংযোগের সফরে আসছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নাম্বার বান্দরবান আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

 

 

২১ নভেম্বর ২০২৫, শুক্রবার থানচি উপজেলা বিএনপি নতুন কার্যালয় শুভ উদ্বোধন করবেন সাচিং প্রু জেরী । এছাড়াও থানচি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে ম্রো সম্প্রদায় নেতা কর্মী সহ সকল সম্প্রদায় সাথে মতবিনিময় ও পথ সভা করবেন। শনিবার সকালে বলিবাজারের সম্প্রতি অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অনুদান বিতরণ ও সর্বসাধারনের সাথে পথ সভা করবেন বলে থানচি উপজেলা বিএনপি নেতা কর্মীরা সাংবাদিকদের জানান।

 

 

উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বুধবার সকাল থেকে মঞ্চ প্যানেল তৈরী, প্রান্তিক নেতা কর্মীদের নিয়ে আসার ব্যস্ত সময় পার করছে।

 

 

বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিএনপি থানচি উপজেলা সাবেক সভাপতি খামলাই ম্রো বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করা এবং রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। এসময় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরবেন।থানচি উপজেলা সদরের আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

 

 

উপজেলা কৃষক দলের আহবাযক মংসাগ্য মারমা বলেন, বান্দরবানের থানচি উপজেলা মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের নেতা প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাদের নেতাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমরা এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ অধিকার প্রতিষ্ঠা ঘটাতে কাজ করব।

 

 

জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য মংশৈম্রাই মারমা বলেন, আমরা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে বিএনপিকে অবশ্যই ভোট দিয়ে জয় যুক্ত করার ছাড়া বিকল্প নেই।বান্দরবানের আসনটি দেশ নেত্রী খালেদাজিয়াকে উপহার দিতে পারবে বলেও আশা ব্যক্ত করেন।

 

আসন্ন ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নাম্বার সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর ২য় পথসভা থানচি এর আগে জেলার লামা ও আলীকদম দুই উপজেলা সফর করেছেন।

Related Articles

Back to top button