Breakingঅপরাধসারাদেশ

বাবা’র হাতে ছেলে খুন, রেললাইনে কাটা পড়ে নারীর মৃত্যু

শ্রীনগরে পৃথক দুই ঘটনায় দুই লাশ

স্টাফ রিপোর্টার ,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একদিকে পারিবারিক কলহে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন, অন্যদিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক অজ্ঞাত নারীর।

 

 

ঘটনা-১ বাবার হাতে ছেলে খুন
সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় পিতা আবুল হোসেন (৬৫) এর ছুরিকাঘাতে তারই মাদকাসক্ত পুত্র আরাফাত ওরফে আরাফ (২৬) নিহত হন।

 

স্বজনদের ভাষ্য অনুযায়ী, আরাফ মাদকাসক্ত হয়ে প্রায়ই তার বাবাকে মারধর করতেন। ঘটনার দিন সে ছুরি দিয়ে আঘাত করতে গেলে আত্মরক্ষায় বাবা তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে ছুরিকাঘাত করেন। পরবর্তীতে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি।

ঘটনা-২ ট্রেনে কাটা পড়ে নারী নিহত
একই সময়ে উপজেলার ষোলঘর রেলওয়ে আন্ডারপাসের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (বয়স আনুমানিক ৪৫) মৃত্যু হয়।

 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button