Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
বান্দরবানের থানচিতে বিজিবি-র আফিম উদ্ধার
চেঙ্গী দর্পন প্রতিবেদক,থানচি, বান্দরবান :বান্দরবানে থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোনের গোপন সংবাদে ভিক্তিত্বে গহীন অরন্যে পরিত্যত্ত জুম ঘরে দেড় কেজি আফিম ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
গতকাল ২৯ মার্চ দিবাগত রাতে সাড়ে ১১ টা সময় থানচি বিজিবি বিওপি ক্যাম্প হতে অভিযান চালালে ছাংদাক পাড়া নিকটত্বম গহীন জঙ্গলের পরিত্যত্ত জুম ঘরে মাদক চোরাচালান কারবারীদের মাটিতে পুতে রাখা আফিম ও মদের বোটল উদ্ধার করতে সক্ষম হয়। মাদক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ এর থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ান ৩৮ বিজিবি এর অপস্ অফিসার মেজর নূর মোহাম্মদ আবু জোবাইর নেতৃত্ব দেন। তিনি জানান বিজিবি অভিযানে খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়া তাদের কাউকে আটক করতে পারেন নি।