বান্দরবানের থানচিতে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি,বান্দরবান :
বান্দরবানে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনের ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ উপলক্ষ্যে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
১৪ ফেব্রুয়ারী ২০২৪বুধবার দুপুরে মানববন্ধনের অংশ নেন অর্ধশতাধিক নর- নারী সংহিংসতা রোধের বিভিন্ন প্লেকার্ড লিফলেট হাতে নিয়ে দাড়ায়। স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) এর আয়োজনে একশন এইড বাংলাদেশ -এর সহযোগীতায় মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে।
মানববন্ধন কর্মসূচিতে এনজিও সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার পেশল চাকমা, প্রকল্প কর্মকর্তা উক্যমং মারমা, মনিটরিং অফিসার পাখম বম, ফিন্যান্স এন্ড এডমিন সারন ময় বম,প্রোগ্রাম এন্ড স্পন্সরশিপ অফিসার মংক্যওয়ং মারমা, প্যারামেডিক্স উসাইনু মারমা, অর্গানাইজার ক্যথউইঅং মারমা, ঙুই চং ম্রো সহ নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।