বাঘাইছড়িতে পৌর কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , বাঘাইছড়ি , রাঙ্গামাটি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্দেশনায় মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বাঘাইছড়ি পৌর কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
৭ জুলাই ২০২৫ ,সোমবার বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
পৌরসভার চৌমুহনীস্থ মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম ও উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।