Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

 

১৭ জানুয়ারি ২০২৪ , বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত “ফরমেশন এডহক রিক্রুট” দীঘিনালা প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থানা পাড়া, চাপ্পা পাড়া, পোমাংপাড়া, কুমিল্লা টিলা, বৌদ্ধ পাড়া সহ আশপাশের এলাকার শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল, সোয়েটার, জ্যাকেট, চাদর বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, “ফরমেশন এডহক রিক্রুট” দীঘিনালা প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন (পিএসসি)। এছাড়াও মেজর আব্দুল্লাহ আল মাহিন, ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাফি, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন ফারদিন আফজাল, বোয়াল খালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button