Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বাংলাদেশ থেকে শিক্ষার্থী সংগ্রহে অষ্ট্রেলিয়ান টীম চট্টগ্রামে

চট্টগ্রাম :
অষ্টেলিয়ার শিক্ষাখাতে সে দেশের সরকারের বিনিয়োগ ফলপ্রসু করতে বাংলাদেশ থেকে শিক্ষার্থী সংগ্রহে অষ্ট্রেলিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর সহ ১০ সদস্যের একটি টীম বাংলাদেশ সফরে এসেছে।

 

৩০ মে ২০২৩ মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সাথে বৈঠক করে ওই টীমের সদস্যগন এমন তথ্যই জানালেন। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড কমিশনার মিস নাশিদ চৌধুরী, ইন্টারন্যাশনাল এডুকেশন ডিরেক্টর রোবি রব এর নেতৃত্বে এই টীম কাজ করছে। চিটাগাং চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা বলেন-অস্ট্রেলিয়ার মোট আয়তনের এক তৃতীয়াংশ হলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই উন্নতমানের। কিন্তু জনসংখ্যা কম থাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রয়োজন। অস্ট্রেলিয়ান সরকার শিক্ষা খাতে বড় ধরণের বিনিয়োগ করছে। এই বিনিয়োগ ফলপ্রসূ করতে বাংলাদেশের শিক্ষা খাত সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ বাড়াতে চট্টগ্রামে এসেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল।

 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড কমিশনার নাশিদ চৌধুরী বলেন- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ দশমিক ৫ মিলিয়ন। এখানকার অর্থনীতির আকার প্রায় ৪০ বিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ান সরকার সবসময় কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রতিবছর বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভেদে বাংলাদেশী শিক্ষার্থীদের বার্ষিক ৫০ হাজার ডলার বৃত্তি দেওয়া হচ্ছে। তাই অস্ট্রেলিয়ায় বিদেশী শিক্ষার্থী বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল।

 

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- আমাদের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে অস্ট্রেলিয়ার মত উন্নত দেশের সহায়তা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের বিভিন্ন সেক্টরে বৃত্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার আহবান জানান। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও সমৃদ্ধি করতে দু’দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন তিনি।

 

বৈঠকে চেম্বার পরিচালকবৃন্দ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহবুব, অস্ট্রেলিয়ান দূতাবাসের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, মেনটরস’র ম্যানেজিং পার্টনার মানজুমা মোরশেদ, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল সেন্টার’র অধ্যক্ষ নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button