বম পরিবার মাঝে মোটর সাইকেল হস্তান্তর করলেন সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার , থানচি , বান্দরবান :
পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট (KNF) এর আতংঙ্কের ভারতে মিজোরামে পালিয়ে যাওয়ার প্রাতা পাড়াবাসী রোয়াল চম বম। গত ২ মাস আগের বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা স্ত্রী সন্তানকে নিয়ে আবারো ফিরে আসে নিজ নীড়ে। পরে তাঁর পরিবারের হাতে ব্যবহারকৃত ২টি মোটর সাইকেল সহ মানবিক সহায়তা তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনী ।
২০ জুলাই ২০২৫ , রবিবার সকালের বাকলাই ক্যাম্প সাব জোনের পাদদেশের প্রাতা পাড়ায় আনুষ্ঠানিক ভাবে ২ টি মোটর সাইকেল সহ বিভিন্ন মানবিক সহায়তা তুলে দেন দি ম্যাজিস্ট্রিক টাইগার্স অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ আতিকুল করিম পিএসসি।
বম সম্প্রদায়রা জানান,গত ২০২৩ সালের পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট (KNF) সদস্যরা সমতলের জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলো খবর পেয়ে সেনাবাহিনীর র্যাব অভিযান সময প্রায় ১৩ টি গ্রাম থেকে আতংঙ্কের ভারতে মিজোরাম ও দেশের বিভিন্ন জায়গা আশ্রয় নেয় তারা। তখন সন্দেহজনক বিভিন্ন গাড়ি ও মোটর সাইকেল জব্দ করেন সেনাবাহিনী।
এবিষয়ের রোয়াল চম বম আরো বলেন, আমিও সবার সাথে স্ত্রী সন্তানকে নিয়ে ভারতে মিজোরামে পালিয়েছিলাম। পরে সেনা সহায়তা নিজ গ্রামে ফিরে এসে আমার ব্যবহারকৃত মোটরসাইকেল সহ বুঝিয়ে পেয়েছি। আমি বর্তমানে স্ত্রী সন্তানকে নিয়ে অনেক দু’ মুঠো ভাত খেয়ে ভালোই আছি। বাংলাদেশ সেনাবাহিনী সহযোগীতায় কোনদিন ভূলার মতই না। আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রাতা পাড়ার পাড়া প্রধান পারকেল বম জানান, আমাদের গ্রামে প্রায় ৪৫ কাছাকাছি পরিবার ছিলো। এখন মাত্র ১৪ পরিবার আছে। কেউ কেউ অন্যের জায়গা চলেগেছে। সেনাবাহিনীরা আমাদের কে আশ্বাস দিয়েছেন যাদের মোটর সাইকেল এখনও ফেরত পায়নি তাদের সবাইকে পর্যায়ক্রমে সব কাগজপত্র যাছাই করে বুঝিয়ে দেওয়া হবে।আমাদের গ্রামে পালিয়ে যাওয়ার মানুষগুলো ও ফিরে আনতে চেষ্টায় চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী । আমরা সেনাবাহিনীর কাছে অনেক কৃতজ্ঞ।
এ প্রসঙ্গে বাকলাই পাড়া সাব জোনের ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ জুবায়ের সাংবাদিকদের বলেন, আমরা পর্যায়ক্রমে সবার মোটর সাইকেল হস্তান্তর করা হবে। যাদের প্রয়োজনীয় কাগজ পত্রাদি সঠিক থাকলে দিয়ে দেওয়া হবে। পাহাড়ে জন নিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বাকলাই পাড়া সাব জোনের অর্ন্তগত সকল পাড়া ও সকল সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশে সেনা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য।
এ সময় অন্যান্যদের মধ্যে বাকলাই ক্যাম্পে অধিনায়ক মেজর আসিফ জুবায়ের, ক্যাপ্টেম এস এ হাসনাত , প্রাতা পাড়ার প্রধান পারকেল বম, পাড়াবাসী এবং বিভিন্ন পদের চৌকস সৈনিক দল সহ সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন।