বন্ধুদের নিয়ে বেড়ানো হলোনা রকির
সাতকানিয়া ,চট্টগ্রাম প্রতিনিধি :
কক্সবাজার সদরে একটি জুতার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন ইমরান হোসেন রকি (২৪)। কয়েকদিনের জন্য ঈদের ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।
ঈদ উপলক্ষে চারটি মোটর সাইকেলে বাঁশখালীর বিভিন্ন স্পটে বেড়াতে যাচ্ছিলেন আট-নয়জন প্রতিবেশী ও বন্ধু নিয়ে। তবে বেড়ানো হলোনা ইমরানের। মোটর সাইকেলের ব্রেকেই কাল হয়ে দাঁড়ালো। মাঝপথেই নিভে গেল প্রাণ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পাঁচটার সময় সাতকানিয়া বাঁশখালী সড়কের এওচিয়া ছনখোলা যাত্রী ছাউনির পূর্বে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান হোসেন রকির মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয়েছে আরেক আরোহী। নিহত ইমরান হোসেন সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। আহতের নাম আরিফুল ইসলাম মুন্না (২৫)। মুন্না একই এলাকার আব্দুল মন্নানের পুত্র।তারা উভয় সম্পর্কে মামাত ফুফাতো ভাই।
জানা যায়, ইমরান হোসেন ও মুন্না বাইকে করে বাঁশখালীর বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছিলেন। তাদের বহরে আরো কয়েকটি বাইক ছিল। তাঁরা সাতকানিয়া-বাঁশখালী সড়কের ছনখোলা যাত্রী ছাউনী এলাকায় পৌঁছালে সামনে আরেকটি মোটরসাইকেল চলে আসায় ইমরান হোসেনের মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করতে হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইমরান হোসেন ও আরিফুল ইসলাম মোটর সাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যান। এ সময় মোটর সাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরিফুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক তরুণ। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।