বঙ্গোপসাগরে দুই লাখ চিংড়ি পোনা অবমুক্ত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
বঙ্গোপসাগরের স›দ্বীপ চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে দুই লাখেরও বেশি চিংড়ি পোনা উদ্ধার করেছে চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশ।
৩০ আগস্ট ২০২৩, বুধবার সাগরের মিরসরাইয়ের মুহুরী প্রকল্প এলাকা থেকে উদ্ধার করা এসব পোনা সাগরে অবমুক্ত করেন কুমিরা নৌ পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন।
ওইদিন বেলা ১২টার দিকে সাগর থেকে চিংড়ি পোনা আহরণ করচিলো খুলনা জেলার বেশ কিছু লোকজন। এ সময় নৌ পুলিশ অভিযান চালিয়ে পোনা আহরণকারীদের থেকে প্রায় দুই লাখ পোনা উদ্ধার করে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে উদ্ধার হওয়া চিংড়ি পোনা সাগরে অবমুক্ত করে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন জানান, আমরা অন্য একটি ঘটনার তদন্তে মুহুরী প্রকল্প এলাকায় যাই। সেখানে গিয়ে দেখি বেশ কিছু লোক অবৈধ ভাবে সাগর থেকে চিংড়ি পো না আহরণ করছে। পরে তাদের থেকে এগুলো উদ্ধার করি এবং কিছুক্ষণের মধ্যেই সাগরে অবমুক্ত করি।