বঙ্গোপসাগরে র্যাবের হাতে আটক ৬ ডাকাত
চেঙ্গী দর্পন প্রতিবেদক,কুতুবদিয়া ,কক্সবাজার:
বঙ্গোপসাগরে ডাকাতির অভিযোগে র্যাবের হাতে আটক ৬ ডাকাতের মধ্যে ৫ জনই কুতুবদিয়ার।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে বঙ্গোপসাগরে কক্সবাজারের র্যাব-১৫ এর অভিযানে ৬ ডাকাততে অস্ত্র,কার্তুজ, ধারালো অস্ত্র সহ আটক করে।
আটককৃতরা হলো – কুতুবদিয়া লেমশীখালীর মাহমুদ উল্লাহর পুত্র মো:বাদশাহ, মুসালিয়া সিকদার পাড়ার রহিম উল্লাহর পুত্র মারুফুল ইসলাম, দক্ষিন ধুরুং জুলেখা বিবি পাড়ার ইসমাঈলের পুত্র মো: রায়হান, পেঁচার পাড়ার মৃত কবির আহমদের পুত্র এরশাদুল ইসলাম, শাহরুম সিকদার পাড়ার মো: ইউনুছের পুত্র মো: রাফি ও চট্টগ্রাম ইপিজেট থানার নারিকেল তলা এলাকার আবু বক্করের পুত্র মো: আল আমিন।
র্যাব -১৫ জানায়, ইদানিং সাগরে ডাকাতি বেড়ে যাওয়ায় জেলেরা ছিল আতংকিত। মহেশখালীর জনৈক বেলাল হোছাইন সাগরে কয়েকটি ডাকাতির শিকার ফিসিংবোটের তথ্য মহ একটি অভিযোগ দেন র্যাব-১৫ কে। বিভিন্ন সোর্স সহ র্যাব- ১৫ গত দু’দিন সাগরে বাঁকখালী মোহনা সহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
টার্গেট অনুযায়ি ডাকাতের একটি ট্রলার থামতে বললে ডাকাতরা গুলি ছুঁড়তে থাকে। এ সময় র্যাবও গুলি চালালে কয়েকজন ডাকাত সাঁতরিয়ে পালিয়ে গেলেও ট্রলার থেকে ৬ ডাকাত সহ ৩টি অস্ত্র, ১৪টি কার্তুজ,৩টি ধারলো দা, ডাকাতির মাছ,সরঞ্জাম উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, র্যাবের হাতে সাগরে আটক ডাকাতদের ব্যাপারে তাদেরকে এখনো অবহিত করা হয়নি। তবে র্যাব-১৫ আটককৃত ডাকাতদের কক্সবাজার সদর থানায় হয়তো হস্তান্তর বা মামলা দেবেন বলে জানান ।