Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ফ্রি ইন্টারনেট সংযোগ না পেয়ে মারধোর করলো পুলিশ; বিক্ষোভে  জনতা

ওসমান গনি,  দীঘিনালা, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

 

 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

 

গুরুতর আহত যুবক ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি অভিযোগ করে বলেন, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান তাকে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার বিকেলে ফাঁড়িতে ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।

 

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

অভিযোগ অস্বীকার করলেও ওসি জাকারিয়া সাংবাদিকদের বলেন, “অভিযুক্ত এসআই নাজমুল হাসান আমার কাছে দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত ইসমাইলের চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি এবং বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছি।”

 

স্থানীয়ভাবে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button